বিএসএমএমইউতে সি-ব্লকের ১০ তলায় চালু হচ্ছে আইসিইউ-১

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আরো ১০টি আইসিইউ বেড নিয়ে সি-ব্লকের ১০ তলায় চালু হচ্ছে আইসিইউ-১।

সোমবার ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক বডি সিন্ডিকেট এর ৬৭তম সভায় আইসিইউ-১ চালুর নিমিত্তে পেশেন্ট ভেন্টিলেটর ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। বর্তমানে কেবিন ব্লকে এইচডিইউ ব্যতিত ২১ শয্যা বিশিষ্ট আইসিইউ চালু রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতি দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয়ভার বরাদ্দের প্রক্রিয়া ও বিতরণ নীতিমালাও অনুমোদন দেওয়া হয়। এতে অতি দরিদ্র রোগীদের আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধির বিষয়টিও অনুমোদন করা হয়। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য তহবিল গঠন ও বরাদ্দের বিষয় নিয়েও আলোচনা হয়।

সভায় সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন, সংসদ সদস্য মো. মাহবুব আলী, সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বিসিপিএস এর সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বিএমডিসি এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।