বিকেএসপি’র তিন জন ক্রিকেটার সড়ক দূর্ঘটনায় আহত

নিউজ ডেস্কঃ জয়ের আনন্দ মাটি হয়ে গেলো সড়ক দূর্ঘটনায়। শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে দুর্দান্ত জয়ে সিরিজে সমতায় এনে ঢাকায় ফিরছিলেন বাংলাদেশ ইমার্জিং স্কোয়াডের ক্রিকেটাররা। কিন্তু সেই জয়ের আনন্দ তরতাজা থাকতেই দূর্ঘটনার শিকার হোন তরুণ টাইগাররা।

বড় দূর্ঘটনা থেকে বেঁচে গেছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসান। বুধবার (২১ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ ইমার্জিং স্কোয়াডের ক্রিকেটাররা ঢাকায় ফেরার সময় তাদের বহনকারী বাসটি সড়ক দূর্ঘটনায় পড়ে। দূর্ঘটনায় জাকির হাসানসহ আহত হয়েছেন আরো দুই তরুণ ক্রিকেটার।

সাভার বিকেএসপি থেকে ঢাকায় ফেরার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় জাকির হোসেনদের বহনকারী বাসটির। এরপর আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ক্রিকেটাররা বিসিবি একাডেমিতে ফিরেছেন।
সিলেটের তরুণ তারকা জাকির মাথায় আঘাত পেয়েছেন। পেসার মেহেদী হাসান রানা বুকে এবং মানিক খান আঘাত পেয়েছেন পায়ে। তবে বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছে, চিন্তার কোনো কারণ নেই।