টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব

বিকেলে পাপুয়া নিউগিনির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ম্যাচে এবার পাপুয়া নিউগিনির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। লাল-সবুজের দলের জন্য ম্যাচটি খুবই গুরত্বপূর্ণ। বিশ্বকাপের মূল পর্বে যেতে হলে এ ম্যাচটি জিততেই হবে, সেইসঙ্গে রান রেটেও এগিয়ে থাকতে হবে।

আজ বৃহস্পতিবার ওমানের আল-আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে লড়াই। একই মাঠে রাত ৮টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড ও ওমান। কোন দুই দল সুপার টুয়েলভে উঠবে, তা আজই নিশ্চিত হবে।

পাপুয়া নিউগিনির খেলোয়াড় চার্লস আমিনি বলেন, ‘এটা আমাদের জন্য বড় সুযোগ। বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি দলের বিপক্ষে এটা আমাদের প্রথম দলগত পরীক্ষা। তারা প্রথম ম্যাচ হেরেছে, তবু এখনও তারা অনেক ভালো দল।’

জয়ে আশাবাদী বাংলাদেশের মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা আগের ম্যাচে জিতেছি, এ জন্য খুশি। কিন্তু আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে। পাপুয়া নিউগিনির বিপক্ষে সতর্কভাবে খেলতে হবে। দলটিতে বেশ কয়েকজন ভোলো খেলোয়াড় আছেন। আমাদের প্রতিটি জায়গায় ভালো ক্রিকেট খেলতে হবে।’