বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের সুপারিশ বাংলাদেশ মুসলিম লীগের

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের সুপারিশ করেছে বাংলাদেশ মুসলিম লীগ।

সোমবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে এক সংলাপে দলটি এ প্রস্তাব দেয়।

সংলাপে বাংলাদেশ মুসলিম লীগের ১৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মহসচিব কাজী আবুল খায়ের।

সংলাপ শেষে কাজী আবুল খায়ের সাংবাদিকদের জানান, নির্বাচনের তিন মাস আগে সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনের এক সপ্তাহ আগে বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করা ও নির্বাচনে ৫০ শতাংশের কম ভোট পড়লে আবার নির্বাচনের আয়োজনসহ ২৪ দফা সুপারিশ করা হয়েছে।

২৪ দফা প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য অন্য প্রস্তাবগুলো হচ্ছে- নিবন্ধিত প্রত্যেকটি দলের একজন প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন, ইভিএম ব্যবহার না করা, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো, না ভোটের ব্যবস্থা না রাখা, জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দলের নিজ নিজ প্রতীকে নির্বাচন করা বাধ্যতামূলক করা, দলের সঙ্গে সংশ্লিষ্টদের নির্বাচনী দায়িত্ব না দেওয়া, রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব জেলা প্রশাসকের পরিবর্তে অতিরিক্ত জেলা জজকে দেওয়া।

সংলাপে নির্বাচন কমিশনের সব কমিশনার ও ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন।