বিজেপিবিরোধী মুখ্যমন্ত্রীদের মমতার চিঠি, নজর ঘোরাতেই উদ্যোগ বলল বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক: কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি, আসুন আমরা একযোগে প্রতিরোধ করি- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের চিঠি বিজেপি বিরোধী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের কাছে পৌঁছাতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বিজেপির মধ্যে। দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র এক সাংবাদিক সম্মেলন করে বলেছেন, বগটুইকাণ্ড থেকে মুখ ঘুরিয়ে দেয়ার জন্যই দিদি এই কাজ করছেন। যেখানে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে সেখানে উনি কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের অভিযোগ তুলছেন। এটি নজর ঘোরানোর অভিসন্ধি ছাড়া আর কিছু নয়। সম্বিত পাত্র সাংবাদিকদের কাছে একটি ভিডিও তুলে ধরেন, যাতে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক নগেন্দ্র চক্রবর্তী ভাষণ দিচ্ছেন যে, ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপিকে সমর্থন করলে তার ফল ভালো হবে না। সম্বিত পাত্র বলেন, এটাই তৃণমূল। মানুষকে ভয় দেখিয়ে, চমকে নিজেদের পাল্লা ভারি করে তারা।

এদিকে মমতার চিঠি পাওয়ার পর নড়েচড়ে বসেছে বিরোধী দলগুলো।  মহারাষ্ট্রে শিবসেনার উদ্ধব ঠাকরে এবং এনসিপি প্রধান শারদ পাওয়ার জানিয়েছেন, বিরোধীদের কনক্লেভ তারা মুম্বইয়ে করতে প্রস্তুত।  বিজেপির জোট সঙ্গী ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের একটি বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে।
কেন্দ্রীয় রাজনীতি জমজমাট হচ্ছে যা হিচকক এর থ্রিলার এর থেকে কম আকর্ষণীয় নয়।