বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিপিএলের!

ক্রীড়া প্রতিবেদক : বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিপিএলের! শনিবার বিপিএলে জন্ম নিল নতুন এক বিতর্ক।

গত সপ্তাহে বিসিবি থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের ম্যাচ চলাকালীন সময়ে আচরণবিধি ভঙ্গ করায় ৪ ডিমেরিট পয়েন্টসহ দুই ম্যাচ নিষিদ্ধ রংপুরের মোহাম্মদ শাহজাদ। পাশাপাশি ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয় তাকে।

রাজশাহীর বিপক্ষে ম্যাচ শেষে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচে সাইডবেঞ্চে বসে ছিলেন শাহজাদ। সাইডবেঞ্চে বসে থাকার কথা ছিল আজ বরিশালের বিপক্ষে ম্যাচেও।

কিন্তু আজ শাহজাদকে পাওয়া গেল রংপুরের মূল একাদশে! ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গীও হয়েছেন। অর্থাৎ শাহজাদের এক ম্যাচের নিষেধাজ্ঞা কমেছে। কিন্তু ঠিক কী কারণে তার শাস্তি কমানো হলো?

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বললেন, ‘দোষ স্বীকার করে শাস্তি কমানোর জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচের পর আবেদন করেছিলেন মোহাম্মদ শাহজাদ ও ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। “টুর্নামেন্টের স্বার্থে” বিশেষ বিবেচনায় শাহজাদের ২ ডিমেরিট পয়েন্ট কমিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ডিমেরিট পয়েন্ট কমানোয় এক ম্যাচের শাস্তি কমেছে শাহজাদের।’