বিদ্র্রোহী প্রার্থী অজয় সরকারকে ৩০ ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তা দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : খুলনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্র্রোহী প্রার্থী অজয় সরকারকে ৩০ ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জেলা পুলিশ সুপারকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে অজয় সরকারকে কেন নিরাপত্তা দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন আদালত।

স্বরাষ্ট্রসচিব, আইজিপি, প্রধান নির্বাচন কমিশনার, খুলনার রির্টানিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস শুনানি করেন।

জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাইয়ের দিন অজয় সরকারের ওপর হামলা করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন অজয় সরকার।