বিপিএলে রঙিন একটি দিল পার করল রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে রঙিন একটি দিল পার করল রাজশাহী কিংস। ব্যাটে-বলে পারফরম্যান্সের পাশাপাশি মাঠে নিজের সাফল্য উদযাপনে ভিন্নতা দেখিয়েছে স্যামি, মিরাজরা।

বোলিংয়ে চিটাগং ভাইকিংসের প্রতিটি উইকেট পাওয়ার পর সেলফি উৎসব করেছে রাজশাহী কিংসের ক্রিকেটাররা। তাদের ছিল না কোনো ক্যামেরা, কিন্তু তাদের সেলফি তোলার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে।

কখনো ড্যারেন স্যামি সবার আগে, কখনো কেসরিক উইলিয়ামস। আবার কখনো উইকেট পাওয়া বোলারকে সামনে রেখে সেলফি উদযাপান রাজশাহীর রাজাদের! দিন শেষে নিজেদের উদযাপন নিয়ে স্যামি সংবাদ সম্মেলনে বলেন,‘আমাদের ইন্সটাগ্রাম কিংবা ফেসবুকে দেখবেন আমরা সব সময় আমাদের ছবি পোস্ট করি। যদি সেখানে ছবি পোস্ট করতে পারি তাহলে এখানে কেন নয়! ক্রিকেটে আমরা এ উদযাপনটা নিয়ে এসেছি, সেই পরিবেশ তৈরি করেছি। আমরা টুর্নামেন্টের একটা পর্যায়ে পিছিয়ে ছিলাম। সেখান থেকে দলকে এখানে নিয়ে আসতে টিম স্প্রিরিটের দরকার ছিল। একবার ভাবুন এখানে ছবি তুলতে আমাদের কতটুকু ভালো লাগছে!’

বিপিএলের ফাইনাল খেলতে স্যামিরা এক ধাপ পিছিয়ে আছে। দ্বিতীয় প্লে’অফে জয় পেলেই তাদের ফাইনাল খেলা নিশ্চিত। এলিমিনেটর ম্যাচের মতো দ্বিতীয় প্লে’অফেও জয় পেতে স্যামি আত্মবিশ্বাসী,‘আমরা টুর্নামেন্টের শুরু থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলাম। আমরা ফ্র্যাঞ্চাইজিকে বলেছিলাম, ‘আমরা এখানে জিততে এসেছি।’

আমাদের দলটির দিকে তাকিয়ে দেখুন এখানে সবাই একটি পরিবার হয়ে খেলছে। তাই না? আমাদের লক্ষ্য এখন ফাইনাল খেলা। একটি ম্যাচ আছে আমাদের হাতে। আমি ড্রেসিং রুমে সব সময় বলে এসেছি আমরা খেলব প্রতিপক্ষকে হারাতে। কালও আমাদের একই লক্ষ্য থাকবে। আমরা পারব।’