বিপিএল মাতাতে আসছেন না মিলার

ক্রীড়া ডেস্ক : বিপিএলের চতুর্থ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসার কথা ছিল ডেভিড মিলারের। চট্টগ্রাম পর্বের পর ঢাকায় বিপিএলের শেষ পর্বে অংশ নেওয়ার কথা ছিল তার।

কিন্তু বিপিএলের এবারের আসরে না আসার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন মিলার। আজ সোমবার নিজের অফিসিয়াল পেইজে এ কথা জানান প্রোটিয়া এ তারকা ব্যাটসম্যান।

বিস্ফোরক ব্যাটিংয়ের কারণে ‘কিলার মিলার’ উপাধি পেয়েছিলেন মিলার। এর আগে কখনোই বিপিএল বা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলেননি ২৭ বছর বয়সি এই প্রোটিয়া ক্রিকেটার।

এবার তার অপেক্ষায় ভক্তরা প্রহর গুনলেও মাঝপথে হতাশার গল্প শোনালেন তিনি। সোমবার টুইট বার্তায় মিলার জানান, ‘আমি চাই না আমাকে আবারও জিজ্ঞেস করা হউক। এবছর অফিসিয়াল বিপিএলে আমি খেলবো না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ঠাঁই হয়নি মিলারের। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সিএসএ টি২০ চ্যালেঞ্জে নাইটস দলের হয়ে খেলছেন তিনি। ২১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলা মিলার চার হাজার ৬৩৫ রান করেছেন। গড়ে ৩৪.৫৮। যেখানে একটি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি আছে। স্ট্রাইক রেট ১৩৭.২৯।