বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধারঃ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানী থেকে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত কারওয়ান বাজারের ১নং সিটি করপোরেশন মার্কেট ও রমনা থানার রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ টাকা, ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা ও ৫০০ টাকা মূল্যমানের সর্বমোট ৩৫ হাজার ১৬২টি জাল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়। যার বাজার দাম ১ কোটি ২০ লাখ ৭৭ হাজার ১৫০ টাকা। গ্রেপ্তার করা হয় মো. চাঁন মিয়া, মো. ইকবাল হোসেন, মো. আ. রশিদ, সেলিম মিয়া ও রমজান মুন্সীকে।

গ্রেপ্তারকৃতরা পেশাদার জাল স্ট্যাম্প ব্যবসায়ী। নিজেরা জাল স্ট্যাম্প প্রস্তুত করে এবং অন্যান্য জাল স্ট্যাম্প  প্রস্তুতকারীদের কাছে পাইকারি মূল্যে বেশি পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল বলে পুলিশ দাবি করছে।