বিভিন্ন ভাইরাসের কারণে জন্ডিস হতে পারে

বিভিন্ন ভাইরাসের কারণে জন্ডিস হতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬২৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের পরামর্শক ডা. হারুন অর রশিদ।

প্রশ্ন : সাধারণত লিভারের ক্ষেত্রে কোন কোন ভাইরাস দিয়ে জন্ডিস হয়? একজন মানুষ ওই ভাইরাসে আক্রান্ত হতে পারেন কীভাবে?

উত্তর : সাধারণত ভাইরাস হচ্ছে হেপাটাইটিস ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ এবং ‘ই’। মূলত ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—এই চারটি ভাইরাস প্রচলিত। ‘এ’ এবং ‘ই’ ভাইরাস খাবার বা পানির মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে যেতে পারে।

আর ‘বি’ ও ‘সি’ ভাইরাস রক্তের মাধ্যমে ছড়ায়। ‘বি’ ও ‘সি’ ভাইরাসে আক্রান্ত ব্যক্তি যদি কাউকে রক্ত দেয়, তাহলে যে রক্ত নিলো তার জন্ডিস হতে পারে। মায়ের যদি ‘বি’ ও ‘সি’ ভাইরাস থাকে, মায়ের পেটের যে বাচ্চা গর্ভাবস্থার সময়, বাচ্চার শরীরে ‘বি’ ও ‘সি’ ভাইরাস যেতে পারে। এ ছাড়া সেক্সুয়াল কনটামিনেশনের মাধ্যমেও ‘বি’ ও ‘সি’ ভাইরাস ছড়ায়।

প্রশ্ন : কত দিনের মধ্যে বিষয়টি প্রকাশ পেতে পারে?

উত্তর : ভাইরাল হেপাটাইটিস যেটা ‘এ’ ও ‘ই’ ভাইরাস দিয়ে, সেটার ক্ষেত্রে এক থেকে তিন সপ্তাহ সময় লাগে। আর হেপাটাইটিস ‘বি’ দিয়ে যেটি হয়, তাহলে এক মাস থেকে পাঁচ মাস সময় লাগে। এই সময়ের পর সাধারণত উপসর্গগুলো দেখা দেয়।