বিমানবন্দরে দুই কেজি স্বর্ণসহ আটক সৌদি প্রবাসী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার (৮ মে) কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম সৌদি আরব থেকে আগত বাহার মিয়া নামে এক প্রবাসীর কাছ থেকে এই স্বর্ণ উদ্ধার করে।

জানা যায়, শনিবার আনুমানিক দুপুর ১২ টা ৫০ মিনিটের দিকে সৌদি আরব থেকে আসেন খাগড়াছড়ির বাহার মিয়া। গ্রীণ চ্যানেল অতিক্রম কালে তার সাথে থাকা ব্যাগেজে কোন স্বর্ণবার বা স্বর্ণালংকার আছে কিনা জানতে চাওয়া হলে তিনি তা অস্বীকার করেন।

পরবর্তীতে যাত্রীর সাথে থাকা ব্যাগেজ স্ক্যানিং করলে ব্যাগেজে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। ব্যাগেজ কাউন্টারে এনে প্রেশার কুকার ও চার্জার লাইট ভেঙ্গে ভেতর হতে প্রায় ২ কেজি গোল্ড উদ্ধার করা হয়।

আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩০ লক্ষ টাকা। যাত্রীকে বিমান বন্দর থানায় সোপর্দ করা এবং ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।