বিমান বন্দরে চলছে সিআই জিহাদুলের রাজত্ব

এইচ এম আমান ঃ ঢাকা বিমান বন্দর রেল স্টেশনের নিরাপত্তা বাহিনীর সিআই জিহাদুল ইসলাম স্টেশন এলাকাকে নিজের রাজ্য মনে করে রাজত্ব করে চলেছে আর বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও চাঁদাবাজীর পদক পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। ইতিপূর্বে এই স্টেশনে কোন নিরাপত্তা কর্মকর্তা এতোটা সূক্ষ্ম বুদ্ধিতে চাঁদাবাজী করতে সক্ষম হয়নি। স্টেশন এলাকাতে যত দোকানপাট বসে তার প্রতিটি দোকান থেকে অগ্রিম বাবদ ৫/১০ হাজার টাকা গ্রহন করে এবং দৈনিক দোকান বুঝে ৩শত, ৫শত ও ১হাজার টাকা হারে চাঁদা আদায় করিতেছে। মাহাবুব নামের একজন কনস্টেবল দিয়ে এই টাকা সংগ্রহ করিতে দেখা যায়। এছাড়া প্লাটফর্মের ভিতরে শতাধিক হকার রয়েছে। যাদের থেকে করিম নামের একজনকে দিয়ে ২০, ৫০, ১০০ টাকা হারে চাঁদা আদায় করে। জিহাদুল এতটাই চাঁদাবাজীতে দক্ষ যে, সিভিল এভিয়েশনের জায়গা যেমন স্টেশনের পূর্ব পাশের পুকুর পাড়ের দোকানপাট থেকেও ৩/৪শত টাকা হারে আদায় করিতেছে। এমনকি মনোলোভা কাবাব ঘরের পাশ থেকে শুরু করে দেয়াল ঘেষে প্রায় অর্ধশত দোকানপাট রয়েছে, সেখান থেকেও মোটা অংকের টাকা মাসিক হারে আদায় করিতেছে বলে সূত্রে জানা যায়। স্টেশনের সামনে রাস্তার উপরেসহ আশেপাশে শতাধিক ভ্যান গাড়ি ও দোকানপাট রয়েছে। প্রতিটি ভ্যান গাড়ি থেকে ৪শত টাকা, ফলের দোকান থেকে ৫শত টাকা ও খাবার হোটেলগুলো থেকে ১৫শত টাকা করে মাসে লক্ষ লক্ষ টাকা পকেট বানিজ্য করে চলেছে। নিরাপত্তা বাহিনী হিসাবে নিরাপত্তা দেয়ার কোন বালাই নেই বরং এই সকল হকার ও অবৈধ দোকানপাট বসিয়ে নিরাপত্তার ব্যাঘাত ঘটাচ্ছে। রেল সম্পত্তি দেখে রাখার জায়গায় নিজের সম্পত্তি মনে করে অগ্রিমসহ দৈনিক হারে শত শত দোকান ও হকার থেকে করে চলেছে লক্ষ লক্ষ টাকা বানিজ্য। প্লাটফর্মে শতাধিক হকারদের কারনে চোর পকেটমারদের কাজ করতে সুবিধা হচ্ছে। যাত্রী সাধারনের নিরাপত্তা দেয়ার কোন দায়িত্ব আছে বলে মনে হয় না। নিরাপত্তা বাহিনীর সদস্যদের যাত্রীদের টিকেট চেক করতে সর্বদা ব্যস্ত থাকিতে দেখা যায়। চেক করা টিকিট গুলো তাৎক্ষনিকভাবে ট্রেনের স্টাফদের কাছে ২০/৩০ টাকা করে বিক্রয় করে পকেট ভারী করে চলেছে নিরাপত্তা সদস্যরা। টিকিট চেকিং করা দেখলে মনে হয় এরা যেন টিসির চাকুরী করে। পূর্ব পাশের পাকিং এ অবৈধভাবে হচ্ছে কার ওয়াশের কাজ। সেদিকে কোন নজর নেই, কেননা পকেটেতো টাকা আসছে। এতে করে পার্কিং এর পাকা জায়গা ভীষনভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পাশেই বিশাল জায়গা দখল করে টনে টনে লাকড়ী রেখে চলছে ব্যবসা। এতে করে যেকোন সময় অগ্নিকান্ড ঘটার আশংকা রয়েছে। তখন কে দিবে এর জবাবদিহিতা। ২টি পাবলিক টয়লেট রয়েছে যেখানে অতিরিক্ত টাকা আদায় করিতে দেখা যায়। নামাজের স্থানের পাশ ১টি টয়লেট রয়েছে যেটা কোন ইজারায় চলেনা। কিন্তু অন্য টয়লেটের মত টাকা ঠিকই আদায় করিতেছে সিরাজ নামের একজন ফাষ্টফুড ব্যবসায়ী। সিরাজ সিসিএম শাহাদাত হোসেনের নাম ভাঙ্গিয়ে চালিয়ে যাচ্ছে এই বানিজ্য। সূত্রে জানা যায় বর্তমানে এই টয়লেটটি দৈনিক ৪হাজার টাকা চুক্তিতে ভাড়া দেয়া হয়েছে। অথচ টয়লেটটি ইজারায় চললে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব পেতো। এভাবে অনিয়ম, দূর্নীতি ও চাঁদাবাজীর মহোৎসব চলছে এই বিমান বন্দর রেল স্টেশনটি সিআই জিহাদুলের কারনে। অনতিবিলম্বে তদন্ত স্বাপেক্ষে উর্ধ্বতন কর্মকর্তাদের যথাযথ ব্যবস্থা গ্রহন করার জন্য দৃষ্টি আকর্ষণ করছেন বিমান বন্দর এলাকার জনসাধারন সহ যাত্রী সাধারণ।