বিমান বন্দরে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ হোসেন রানা, উত্তরাঃ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিমানবন্দর শাখা রেলওয়ে শ্রমিকলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং গণভোজ অনুষ্ঠিত।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ হাবিব হাসান।

প্রধান অতিথির মক্তব্যে হাবিব হাসান বলেন, ১৫ আগস্ট কালো রাতে দেশবিরোধী চক্রান্তকারী কিছু হায়নারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের নির্মম হত্যা করেছে। ১৫ আগস্ট শাহাদত বরণকারীদের শ্রদ্ধার সঙ্গে স্বরণ করছি। আজ সেই জিয়া পরিবার দেশের বিরুদ্ধে ৭৫’র মত ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের উন্নয়নের ধারক বাহক জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তখন সেই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী আবারও তৎপর হয়ে উঠেছে। তাই আজ শোককে শক্তিতে রূপান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃীতে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সকল অপশক্তি বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান। অন্যোন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মনির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক কার্যকারী সদস্য আলহাজ্ব রবিউল ইসলাম রবি, বিমান বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ শাহ্‌জাহান আলী মণ্ডল, বিমান বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমানসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।