বিরাট-ডি খেলবেন আজ

খেলা ডেস্ক : ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে কাঁধে চোট পেয়েছিলেন বিরাট কোহিল। ফলে আইপিএলের শুরুতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম দুটি ম্যাচে খেলতে পারেনি তিনি। ভারতীয় অধিনায়কের সঙ্গে বেঙ্গালুরু দলে থাকতে পারেননি এবি ডি ভিলিয়ার্সও। তবে বেঙ্গালুরুর হয়ে আজ পাঞ্জাবের বিপক্ষে এই দুই ক্রিকেটারকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন শেন ওয়াটসন।

কোহলির অনুপস্থিতে শেষ দুই ম্যাচে বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ওয়াটসন। তবে আজ তৃতীয় ম্যাচেই কোহলিকে এ দায়িত্বে দেখা যেতে পারে। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে শেষ ম্যাচে ১৫ রানে জয় পেয়েছে বেঙ্গালুরু। ওই ম্যাচে জয়ের পর কোহলি ও ডি ভিলিয়ার্স সম্পর্কে জানতে চাইলে ওয়াটসন বলেন, ‘তারা আগামী ম্যাচেই ফিরছেন।’

গত মৌসুমে চারটি সেঞ্চুরি হাঁকানো কোহলি এবার মৌসুমের শুরু থেকেই দর্শক হিসেবে খেলা দেখছেন। অন্যদিকে আরেক মারকুটে ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকায় মোমেন্টাম কাপের ফাইনালে পাওয়া চোটের কারণে অাইপিএলে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি।

আজকের ম্যাচে ডি ভিলিয়ার্সকে নিয়ে কোনো সমস্যা নেই। তবে ডি ভিলিয়ার্স বলেছেন, শতভাগ ফিট হলেই কেবল মাঠে নামবেন তিনি। শনিবারই খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর নামা হয়নি তার। আজ পাঞ্জাবের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে।