বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর পরিকল্পনা করছে- এমন খবর নিয়ে উদ্বেগের মধ্যে শুক্রবার (১২ নভেম্বর) বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্রেন্ট ক্রুড ফিউচার এর দাম ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮২ দশমিক ১৭ ডলারে অবস্থান করছে। এবং অপরিশোধিত ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) এর দাম ৮০ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮০ দশমিক ৭৯ ডলারে অবস্থান করছে।

সাপ্তাহিক ভিত্তিতে, ব্রেন্টের দাম শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে এবং ডব্লিউটিআই এর দাম শূন্য দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে।