বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : সর্বস্তরের মানুষকে বাংলাদেশ ও বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

শনিবার বিশ্ব মানবাধিকার দিবস-২০১৬ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন মানবাধিকার সংগঠন এ আহ্বান জানায়।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের ধানমন্ডি থানার সভাপতি সুলতানা রাজিয়া পান্না বলেন, ‘মিয়ানমারসহ সারা বিশ্বে নারী ও শিশুরা নির্যাতিত। বিশেষ করে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে। তাদের পক্ষে বিশ্ব মানবতার অবস্থান নেই বললেই চলে। আমরা চাই বিশ্বের সকল সংখ্যালঘু, নারী ও শিশু নির্যাতন বন্ধ হোক।’

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘মিয়ানমারে যেভাবে রোহিঙ্গা মুসলানদের ওপর নির্যাতন করা হচ্ছে ঠিক সেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং উপজাতিদেরকে নিপীড়ন করা হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের সকল মানুষের সহাবস্থান করা এবং সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক মানবাধিকার দিবসের আসল লক্ষ্য।’

জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান আতিক আজিজ বলেন, ‘সরকার বিভিন্ন খাতে উন্নয়ন করলেও দেশে যৌতুক, তালাক, এসিড নিক্ষেপ, শিশু নির্যাতন, মানবপাচারসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনজনিক কর্মকাণ্ড হচ্ছে। দেশের নারীরা তাদের সহজাত মর্যাদা এবং অধিকার ভোগ করা থেকে বিভিন্নভাবে বাধাগ্রস্থ হচ্ছে। ন্যায়বিচার থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। এ অবস্থা থেকে দেশকে বেরিয়ে আসা দরকার।’

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রাক্তন আইজিপি ড. আব্দুর রহিম খান বলেন, ‘সারা বিশ্বে দিন দিন মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে। যে দেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটে সে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই রাষ্ট্রের ও সমাজের উন্নয়নের মানবাধিকার পরিস্থিতি সমুন্নত রাখতে হবে।’

শিশু নির্যাতন বন্ধ ও শিশু স্বাস্থ্যের অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটির বক্তারা বলেন, ‘সম্প্রতি সারা দেশে শিশু নির্যাতনের শিকার হচ্ছে। অন্যদিকে শিশুরা তাদের স্বাস্থ্যসেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে, যার ফলে তারা জীবনের শুরু থেকে মৌলিক অধিকার বঞ্চিত হচ্ছে।’

বাংলাদেশ মানবাধিকার সমিতির চেয়ারম্যান আহসান হাবিব লিংকন বলেন, ‘বছরজুড়ে দেশে হত্যা, গুম ও বন্দুক যুদ্ধে নিহতের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘন। অথচ প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে।’

দক্ষিণ কোরিয়ার মানবাধিকার কর্মী জিম লিও বলেন, ‘আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে হলে বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এর মাধ্যমে আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারব।’