বিশ্বে পালিত হল ‘আর্থ আওয়ার’

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে পালিত হল ‘আর্থ আওয়ার’। প্রতি বছরের মত এবারো বিশ্বের নানা প্রান্তে পালিত হয়েছে দিবসটি। গতকাল বিশ্বের ১৮০টির চেয়ে বেশি দেশে সচেতনতামূলক কার্যকর্মের মাধ্যমে করা হয়।

জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট দুর্যোগ নিয়ে সতর্কতা তৈরিতে এ পদক্ষেপ। প্রতিটি দেশে স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত লাইট বন্ধ রেখে পালন করা হয় এ কর্মসূচি।

ভৌগোলিক কারণে সবার আগে আর্থ আওয়ার পালন করে অস্ট্রেলিয়া। মস্কোর রেড স্কয়ার, আইফেল টাওয়ার এবং জার্মানির ব্রান্ডেনবার্গ গেটসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায় বন্ধ রাখা হয় বিদ্যুৎ সংযোগ। এছাড়া গ্রিস, চীনের বেইজিং-সাংহাই-হংকংয়ে পালিত হয় আর্থ আওয়ার। সিঙ্গাপুরের অনেক শহরেও এক ঘণ্টার এ কর্মসূচি পালন করা হয়।

২০০৭ সাল থেকে ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার’ এর উদ্যোগে প্রতি বছর মার্চে পালিত হয় আর্থ আওয়ার।