বিশ্বে বাংলাদেশের ইজ্জত বৃদ্ধি পেয়েছে : রেলপথমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, সারা বিশ্বে বাংলাদেশের মান-সম্মান, ইজ্জত অনেক বৃদ্ধি পেয়েছে। দেশের সব সেক্টরে উন্নয়ন হয়েছে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী শনিবার কুমিল্লা পদুয়ার বাজার বাইপাসের একটি হোটেলের কর অঞ্চল কুমিল্লা আয়োজিত সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কর অঞ্চল কুমিল্লার কমিশনার সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে ২০১৫-১৬ অর্থবছরে ৪৯ জন দীর্ঘমেয়াদি, সর্বোচ্চ, মহিলা এবং তরুণ করদাতাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এ সময় কর অঞ্চল কুমিল্লার আওতাধীন কুমিল্লা সিটি করপোরেশন, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ৬ জেলার কয়েকজন সম্মাননাপ্রাপ্ত করদাতা বক্তব্য রাখেন।

২০১৫-১৬ অর্থবছরে কুমিল্লা কর অঞ্চলে ৪৭৭ কোটি কর আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও ৫০৮ কোটি টাকা আদায় হয়েছে বলে জানানো হয়।