বিসিবির অনুমতি পেয়েছেন তামিম

আগেই জানা গিয়েছিল, নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলছেন তামিম ইকবাল। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফেও অনাপত্তিপত্র (অনুমতি) পেয়েছেন দেশসেরা এই ওপেনার।

হাঁটুর ইনজুরিতে ভোগার পর নেপালের এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম। এর আগে নিজের ইচ্ছাতেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এর কারণ হিসেবে তিনি বলেছিলেন, দেশের হয়ে গেল তিনটি সিরিজে খেলা হয়নি। তাই অনুশীলনের ঘাটতি এবং গত সিরিজগুলোতে তার জায়গায় যারা খেলেছেন তাদের সুযোগ দিতেই বিশ্বকাপ না খেলার সিদ্বান্ত। তাই এ সময়টাতে বসে থাকতে চান না তিনি। খেলতে চান ইপিএল।

এদিকে, বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন তামিমকে অনাপত্তিপত্র দেওয়ার খবরটি।

এছাড়া বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীও আশাবাদী, ইপিএল শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন তামিম।