বিসিবির নির্বাচন: পরিচালক পদে পাপনের মনোনয়নপত্র সংগ্রহ

আগামী ৬ অক্টোবর হবে দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশনের নির্বাচন। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন এই নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র ক্রয় করেছেন।

আজ শনিবার মনোনয়নপত্র নেওয়ার শেষ দিন ছিল। এদিন দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্যাটাগরি ২-এর পরিচালক পদের জন্য মনোনয়নপত্র নেন তিনি।

তিন ক্যাটাগরিতে ২৩ পরিচালক পদে হবে এই নির্বাচন। কাউন্সিলর ১৭১ জন। ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের দিন। মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ হবে ২৮ সেপ্টেম্বর।

আপিল গ্রহণ ও শুনানি ২৯ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ দুপুর ২ টায়। একই দিন পোস্টাল ও ই-ব্যালট পাঠানো হবে।

৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। একই দিন প্রাথমিক ফল প্রকাশ। ৭ অক্টোবর বিকেল ৩ টায় চূড়ান্ত ফল প্রকাশ হবে।