বিসিবির পাঁচ সদস্যের নির্বাচন কমিটি খসড়া ভোটার তালিকা প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন করবেন না তা আগেই ঘোষণা দিয়েছিলেন বিসিবির প্রাক্তন সভাপতি সাবের হোসেন চৌধুরী। প্রত্যাশিতভাবেই ভোটার তালিকায় নেই তার নাম । আজ বিসিবির পাঁচ সদস্যের নির্বাচন কমিটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। সেখানে পাওয়া যায়নি সাবের হোসেন চৌধুরীর নাম। তবে তার ক্লাব বারিধারা ড্যাজলারসের প্রতিনিধির নাম রয়েছে খসড়া ভোটার তালিকায়। সাবের হোসেনের পরিবর্তে বারিধারা ড্যাজলারসের ভোটার রিয়াজ আহমেদ। জানা গেছে, ক্লাব থেকেই সাবের হোসেনের নাম দেওয়া হয়নি। সোমবার ১৬৭ ভোটারের খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আগামীকাল বিকেলে এ তালিকা চূড়ান্ত হবে। এর আগে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ, শুনানি অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৫টায় নির্বাচন কমিশনের কার্যালয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন আবাহনী লিমিটেডের ভোটার। ঢাকা প্রিমিয়ার লিগে শীর্ষ ছয়ে থাকায় আবাহনী লিমিটেডের ভোট দুটি। নাজমুলের সঙ্গে আবাহনীর ভোটার সায়ান এফ রহমান। বিসিবির সিনিয়র সহ সভাপতি আ জ ম নাসির চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ভোটার। আরেক সভাপতি মাহবুব উল আনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যানারে নির্বাচন করবেন। একই ক্লাবের ভোটর বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। এছাড়া প্রিমিয়ার লিগের শীর্ষ চার ক্লাবের ভোটাররা হলেন: গাজী গোলাম মূর্তজা ও চৌধুরী রকিব হায়দার (গাজী গ্রুপ ক্রিকেটার্স), মোস্তাক হোসেন ও আবুল বাশার (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব), ডাঃ ইকবাল আনোয়ার ও তানজিল চৌধুরী (প্রাইম ব্যাংক), নজিব আহমেদ ও সাফওয়ান সোবহান তাজবীর (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)। প্রিমিয়ার লিগের অন্যান্য ক্লাবের ভোটার: লোমা আলম রহমান (লিজেন্ড অব রূপগঞ্জ), মুহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক (ব্রাদার্স ইউনিয়ন), মোহাম্মদ সফিকুল আলম ফিরোজ (কলাবাগান ক্রীড়া চক্র), কাজী নাবিল আহমেদ (খেলাঘর সমাজ কল্যাণ সমিতি), নিছারউদ্দিন আহম্মদ কাজল (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব) ও শওকত আজিজ রাসেল (পারটেক্স স্পোর্টিং ক্লাব)। ২০ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ, ২৪ অক্টোবর মনোনয়নপত্র দাখিল ও ২৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে। ২৮ অক্টোবর আপিল গ্রহণ ও শুনানি, ২৯ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে। নির্বাচন হবে ৩১ অক্টোবর। আর ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর। বিসিবি নির্বাচনের জন্য এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওমর ফারুককে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) শুকুর আলী, ব্যারিস্টার ফাহিমুল হক ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।