বিসিসির প্যানেল মেয়র বরখাস্ত

বরিশাল : বরিশাল সিটি কপোরেশনের (বিসিসি) ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও ১নং প্যানেল মেয়র কে এম শহিদুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।   রোববার দুপুর ১২ টায় এই সংক্রান্ত একটি আদেশ ডাক যোগে নগর ভবনে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন বিসিসির প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগম।   তিনি বলেন, আজ রোববার বেলা ১২ টার দিকে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক উপ-সচিবের ২৩ আগস্ট, ২০১৬ স্বাক্ষরিত একটি আদেশ এসে পৌঁছেছে।   ওই আদেশে বলা হয়েছে, বরিশাল সিটি এলাকার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর কে এম শহিদুল্লাহর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ফৌজদারী মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ফৌজদারী মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র থাকায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।   কে এম শহিদুল্লাহ ১২ নং ওয়ার্ডের পরপর তিন বার কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি তিনি বরিশাল সিটি কপোরেশনের নির্বাচিত ১ নং প্যানেল মেয়র। এ ছাড়া রাজনৈতিক পরিচিতি হিসেবে তিনি বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি।   চলতি বছরের ৫ জানুয়ারি র্যা ব-৮ এর সদস্যরা তার নগরীর আলেকান্দাস্থ বাসভবনে তল্লাশি চালিয়ে তিনটি গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে র্যা ব।   ওই মামলায় ২১ জানুয়ারি বরিশাল জেলা ও দায়রা জজ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নেন তিনি