বৃষ্টির বাগড়ায় বিরতির পরও বন্ধ খেলা

ঢাকা টেস্টের তৃতীয় দিনে বিরতির পর বাগড়া দিয়েছে বৃষ্টি। প্রথমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি থাকলেও সময়ের সঙ্গে বেড়েছে বৃষ্টির বেগ। যার কারণে লাঞ্চ বিরতির সময় পার হলেও এখনো মাঠে নামতে পারেননি বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা।

আজ বুধবার দিনের শুরুতেই জুটি ভেঙেছেন ইবাদত হোসেন। ফিরিয়ে দিয়েছেন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা কাসুন রাজিথাকে। এরপর থিতু হয়ে যাওয়া দিমুথ করুনারত্নের প্রতিরোধ ভাঙেন সাকিব আল হাসান। জোড়া উইকেট তুলে নিয়ে প্রথ সেশনে বাংলাদেশকে স্বস্তি দিয়েছেন সাকিব ও ইবাদত। ইবাদতের করা দিনের দ্বিতীয় বল মোকাবিলা করতে গিয়ে লাইন মিস করেন রাজিথা। তাঁর ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত করে স্টাম্পে। এরপর করুনারত্নেকে বোল্ড করে ফেরান সাকিব। ১৫৫ বলে ৮০ রান করে ভাঙেন লঙ্কান অধিনায়কের প্রতিরোধ।

এরপর অবশ্য আরেকটি জুটি পেয়েছে লঙ্কানরা। অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ডি সিলভা মিলে গড়েছেন প্রতিরোধ। লাঞ্চ বিরতির আগে এই জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ।