বেগমগঞ্জে সন্ত্রাসীর গুলিতে চার বছর বয়সী শিশু নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে সন্ত্রাসীর গুলিতে জান্নাতুল ফেরদাউস তাসপিয়া নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন ওই শিশুর বাবা আবু জাহের।

বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে পূর্বহাজীপুর গ্রামের ‘মালেকার বাপের দোকান’ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবু জাহেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাদশার কাছে মাটি বিক্রি করেন পূর্বহাজীপুর গ্রামের মো. আলম। কিন্তু বাদশা চুক্তির চেয়ে অতিরিক্ত মাটি কেটে নিতে চাইলে গত দুই দিন ধরে উভয়পক্ষের বিরোধ চরমে ওঠে।

এক পর্যায়ে বুধবার বিকেলে বাদশা তার এলাকার ৪/৫ জন সন্ত্রাসীকে ভাড়া করে ঘটনাস্থলে নিয়ে আসে। সন্ত্রাসীরা ঘটনাস্থলে এসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

এ সময় ঘটনাস্থলে থাকা প্রবাসী জাহের ও তার মেয়ে তাসপিয়া গুলিবিদ্ধ হয়। পরে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় শিশু তাসপিয়ার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ধনু নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।