বেঙ্গালুরুতে একটি পানশালায় ঘুমিয়ে থাকা পাঁচ কর্মী আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক : কর্তৃপক্ষ জানিয়েছে, যখন পানশালায় (বার) আগুন লাগে তখন কর্মীরা ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন নেভাতে নেভাতে শ্বাসরোধ ও দগ্ধ হয়ে তারা নিহত হন।

এনডিটিভি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে সোমবার ভোররাতে একটি পানশালায় ঘুমিয়ে থাকা পাঁচ কর্মী আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন।

 

বেঙ্গালুরুর ব্যস্ততম কালাসিপালিয়াম এলাকায় কুমবারা সংঘ ভবনের নিচতলায় পাল কৈলাস বার অ্যান্ড রেস্টুরেন্টে সোমবার ভোরে আগুন লাগে। এর পাশে একটি সবজির বাজার আছে।

নিহতদের মধ্যে এক জন নারী এবং তিন জনের বয়স ২০ বছরের কাছাকাছি। ময়না তদন্তের জন্য মরদেহগুলো শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে।

অগ্নিনির্বাপণকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত করে বলতে পারেনি তারা।