বেড়া পৌরসভার মধ্যে ১১ টি ক্লাবের পরিচিতি অনুষ্ঠানে ডেপুটি স্পিকার

পাবনা থেকে মোঃ আব্দুল হান্নানঃ গতকাল শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় বেড়া বৃশালিকা নৌকা চত্বর থেকে বেড়া পৌরসভা ভবন  পর্য্যন্ত ১১ টি ক্লাব সদস্য ও সমমনা মানুষদের সাথে নিয়ে মাননীয় ডেপুটি স্পিকার প্রায় এক কিলোমিটার পথ মিছিল সহকারে পৌর ভবনে উপস্থিত হন |
মাগরিব নামাজের বিরতির পর পৌর ভবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান শুরু হয় |বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু,মাননীয় ডেপুটি স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ, তার বক্তব্যে বলেন যে ,১১ টি ক্লাব পরিচিতির ভিতর দিয়ে বেড়া পৌরবাসী একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে |কারণ এই ক্লাবের ভিতর দিয়ে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা শিখবে যাতে করে তারা স্বাস্থ্যগতভাবে উপকৃত হতে পারে মেধাবী হতে পারে এবং মাদক থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবে |তিনি আরো বলেন যে, সকল ছেলেমেয়েরা খেলাধুলার ভিতর দিয়ে নিজেদের কে প্রস্তুত করে তারা ভবিষ্যতে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সাধারণভাবে সামর্থ্যবান হবে ।তিনি একপর্যায়ে পৌরবাসীর উদ্দেশ্যে বলেন যে,কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন ।
মাননীয় ডেপুটি স্পিকার প্রায় ডজন খানেক তার বেড়ার উন্নয়নের রোডমডেল বক্তব্যে তুলে ধরেন |ইতিমধ্যেই অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল বেড়া,পাবনা কাজ শুরু হয়েছে |যা বেড়া উপজেলার নতুন ভাড়েঙ্গা ইউনিয়নে অবস্থিত |বক্তব্যের এক পর্যায়ে তিনি গত জাতীয়  সংসদ নির্বাচনে বেড়া এবং সাঁথিয়া উপজেলার মধ্যকার ভোটের ফলাফলে হতাশা প্রকাশ করেন ।তিনি এটাও আশা প্রকাশ করেন যে, আগামীতে এই ধরনের ফলাফল হয়তো হবে না ।
বক্তব্যের শুরুতেই তিনি বেড়া পৌর ভবনে অবস্থিত এরিস্ট্রো কমিউনিটি সেন্টার উদ্বোধন করেন ।এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন , জনগণ তাদের সামাজিক অনুষ্ঠানে এই কমিউনিটি সেন্টার ব্যবহার করবে এবং পৌরসভার আয় বৃদ্ধি পাবে |
অনুষ্ঠান আয়োজনে অবদান রেখেছে বেড়া পৌর ক্রীড়া উন্নয়ন সংস্থা I ক্রীড়া উন্নয়ন সংস্থার সভাপতি , এসএম আসিফ শামস রঞ্জন এবং সাধারণ সম্পাদক ,মোঃ শাহনেওয়াজ সাগর I পৌর ক্রীড়া উন্নয়ন সংস্থার পক্ষ থেকে তিনজন কোচ কে পরিচয় করিয়ে দেয়া হয় ।জনাব মোঃ আব্দুল হামিদ,সাঁতার, জনাব শেখ সাদী, ক্রিকেট, জনাব আকরাম হোসেন, ফুটবল (অনুপস্থিত) অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আবু সাঈদ,সাধারণ সম্পাদক , উপজেলা আওয়ামী লীগ, জনাব আল মাহমুদ সরকার, সভাপতি, বেড়া নাগরিক কমিটি ,ডক্টর এস এম আসিফ শামস রনি,রাইসুল ইসলাম তারেক,এবং জনাব আব্দুল হান্নান |
আল মাহমুদ সরকার,আর বক্তব্যে বলেন যে, ক্রীড়া ক্ষেত্রে প্রশিক্ষণের ভিতর দিয়ে বেড়ার হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে ।তিনি বলেন যে, ক্রীড়ার সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা সাধারণতঃ খারাপ কাজে নিজেদেরকে জরান না ।ডক্টর এস এম আসিফ শামস রনি,শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়,  বক্তব্যে বলেন যে, বেড়া ক্রীড়া উন্নয়ন সংস্থার মাধ্যমে অত্র এলাকার মানুষ নতুন যুগের সূচনা করলো Iজনাব আবু সাঈদ ক্রীড়া উন্নয়ন সংস্থার সফলতা কামনা করেন এবং পৌরবাসীর কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন ।জনাব আব্দুল হান্নান  ,স্থানীয় আওয়ামী লীগ নেতা,তিনি তার বক্তব্যে বলেন যে, ক্রীড়া উন্নয়ন সংস্থার মাধ্যমে এলাকার ছেলেমেয়েরা লেখাপড়ার সাথে সাথে চরিত্র গঠনের প্রতি বেশি মনোযোগী হবেন |এরি ষ্ট্রো কমিউনিটি সেন্টারে তাকে সম্পৃক্ত করায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন |অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন  I