বেতনের দাবিতে কর্মবিরতি শ্রমিকদের

সাভার : বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করেছে শ্রমিকরা।

 

শনিবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার চৌরুঙ্গী সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত অ্যাডন নিটওয়ার লিমিটেডের শ্রমিকরা এই বিক্ষোভ করেন।

 

শ্রমিকরা জানায়, কারখানার প্রায় আড়াইশ’ শ্রমিকের গত জুলাই মাসের অর্ধেক বেতন এখনও বকেয়া রেখেছে কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধে একাধিকবার সময় নির্ধারণ করেও তা পরিশোধ করেনি তারা। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে আজ সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রাখে। পরে তারা কারখানার প্রশাসনিক কর্মকর্তা রোকনুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।

 

শ্রমিকদের অভিযোগ, কারখানার কর্মকর্তারা শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা থেকে মেশিন ও মালামাল সরানোর চেষ্টা করছেন।

 

তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, চৌরুঙ্গী সুপার মার্কেটটি ঝুকিপূর্ণ হওয়ায় তারা এখান থেকে কারখানা অন্য স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। কিছুদিনের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।

 

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিকদের বেতন পরিশোধের  ব্যাপারে আমরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।