বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, যশোর : সিঅ্যান্ডএফ কর্মচারীকে আটক করার প্রতিবাদে যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানির পণ্য ট্রাকে নামানো-উঠানো ও বহন বন্ধ করে বিক্ষোভ করছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সদস্যরা।

এতে বন্দরে সব ধরনের পণ্য খালাস প্রক্রিয়া বন্ধ রয়েছে। তাদের বিক্ষোভের কারণে চাল ও পচনশীল পণ্য বোঝাই কয়েকশ ট্রাক আটকা পড়েছে বেনাপোল ও পেট্টাপোল বন্দর এলাকায়। আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেওয়ায় দূর পাল্লার সকল যানবাহনও আটকা পড়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি মজিবর রহমান জানিয়েছেন, আটক কর্মচারীকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত যাবতীয় পণ্য খালাস বন্ধ থাকবে।

বুধবার রাতে বন্দরের ট্রাক টার্মিনালে একটি পণ্য বোঝাই ভারতীয় ট্রাক থেকে একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি ও কাস্টমস। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোনিয়া এন্টারপ্রাইজের কর্মচারী মিকাইল হোসেনকে আটক করা হয়।