বেপরোয়া আচরণ অব্যাহত রাখলে উত্তর কোরিয়া ধ্বংস হবে

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি সতর্ক করে বলেছেন, বেপরোয়া আচরণ অব্যাহত রাখলে উত্তর কোরিয়া ধ্বংস হবে।

যেকোনো হামলা থেকে নিজেদের ও বন্ধুদের বাঁচাতে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

উত্তর কোরিয়ার ওপর ক্ষোভ ঝেড়ে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে নিকি হ্যালি বলেন, দেশটির পরমাণু কার্যক্রম নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যা যা করার ছিল, তার সবই করা হয়ে গেছে। আর কোনো উপায় নেই। এখন পেন্টাগনের পালা।

সিএনএনের স্টেট অব দি ইউনিয়ন অনুষ্ঠানে নিকি হ্যালি যুদ্ধংদেহী ভাষায় উত্তর কোরিয়াকে হুমকি দিয়ে বলেন, ‘এখন বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী জেমস মাট্টিসের হাতে তুলে দিতে পারলে আমি যারপরণাই খুশি হব।’ তিনি আরো বলেন, ‘আমাদের হাতে যা আছে, সম্ভাব্য অন্যসব উপায় নিয়ে ভাবছি আমরা কিন্তু এর চেয়ে অনেক বেশি সামরিক উপায় আমাদের হাতে রয়েছে।’

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার বলেছেন, ‘উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার পরমাণু কার্যক্রম অবশ্যই ত্যাগ করতে চলেছেন। কারণ আমাদের প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) বলেছেন, পরমাণু অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও তার জনগণকে হুমকি দেবে- এমন কোনো দেশকে সহ্য করবেন না তিনি।’

এর অর্থ কি উত্তর কোরিয়ায় সামরিক হামলা চালানো? এমন এক প্রশ্নের জবাবে ম্যাকমাস্টার বলেন, ‘তিনি (ট্রাম্প) এ বিষয়ে একদম পরিষ্কার, সব উপায়ই হাতে রয়েছে।’

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া, জাপানের ওপর দিয়ে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সম্প্রতি তারা সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। এর আগে কয়েক দফায় আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। আরো পরমাণু অস্ত্রের পরীক্ষার ঘোষণা দিয়ে রেখেছে। প্রায়ই তারা যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সম্প্রতি পরমাণু বোমা মেরে জাপানকে সাগরে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

এ অবস্থায় উত্তর কোরিয়াকে কঠোরতম ভাষায় শাসিয়ে হুঁশিয়ার করলেন নিকি হ্যালি।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন