বেলজিয়ামে প্রধান রেলস্টেশনে সেনাদের গুলিতে ‘আত্মঘাতী হামলাকারী’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের প্রধান রেলস্টেশনে সেনাদের গুলিতে নিহত হয়েছে এক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্টেশনের ভূগর্ভস্থ এলাকায় এক ব্যক্তি আল্লাহু আকবার বলে শ্লোগান দিচ্ছিল। এ সময় সেখানে একটি বা দুটি ছোট বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে।

নিকোলোস ভ্যান হ্যারিউইজেন নামে রেলওয়ের এক এজেন্ট বলেন, ‘এটি যখন বিস্ফোরিত হয় তখন আমি দেয়ালের পেছনে ছিলাম। আমি সেখান থেকে সরে গিয়ে আমার সহকর্মীদের সবাইকে ওই এলাকা খালি করে দেওয়ার জন্য বলি। সে (হামলাকারী) তখনও ওই এলাকায় ছিল। কিন্তু পরে আমরা আর তার দেখা পাইনি।

নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর আগে যেসব নিঃসঙ্গ হামলা চালানো হয়েছিল, মঙ্গলবারের ঘটনাটি সেরকমই ধারণা করা হচ্ছে। চরমপন্থি ব্যক্তিরা অস্ত্র ও প্রশিক্ষণের অভাবে এ ধরণের হামলা চালায়।

ব্রাসেলসের নিরাপত্তা বিষয়ক পরামর্শক ক্লড মনিকিউট বলেন, ‘ ব্রাসেলস, প্যারিস এবং যে কোনো স্থানে এ ধরণের বিচ্ছিন্ন হামলা অব্যাহত থাকবে।এটা অপ্রতিরোধযোগ্য।’

গত বছরের মার্চে ব্রাসেলসের কয়েকটি স্টেশনে বোমা হামলায় ৩২জন নিহত হয়েছিল। ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছিল।