বেড়েছে মূল্যস্ফীতি ও ঋণ প্রবাহে লক্ষ্যমাত্রা

অর্থনৈতিক প্রতিবেদক : সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ফজলে কবির। চলতি ২০১৭-১৮ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি ও বেসরকারি খাতের ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা একটু বৃদ্ধি করে ধরা হয়েছে ৬ শতাংশ। আগে ছিল ৫ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবাহ সামান্য বাড়িয়ে ধরা হয়েছে ১৬ দশমিক ৮ শতাংশ। যা আগে প্রথমার্ধে ছিল ১৬ দশমিক ৩ শতাংশ। তবে কমেছে সরকারি খাতে ঋণের প্রবাহ। এখাতে লক্ষ্যমাত্রা কমিয়ে ৮ দশমিক ৩ শতাংশ করা হয়েছে।

তিনি জানান, অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ বিতরণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ২ শতাংশ ধরা হলেও চলতি ২০১৭-১৮ অর্থ বছরের শুরু থেকেই বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়তে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসেবে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ বিতরণ বেড়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ।