বোমার নামের সঙ্গে ‘মা’ ব্যবহার বন্ধের আহ্বান পোপের

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস মার্কিন সর্ববৃহৎ অ-পারমাণবিক বোমার নামে ‘মা’ শব্দ ব্যবহার করার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বোমাটির নামের সঙ্গে ‘মা’ ব্যবহার বন্ধেরও আহ্বান জানিয়েছেন।

ভ্যাটিকোনে ছাত্রদের সঙ্গে কথা বলার সময় মার্কিন কথিত ‘সকল বোমার মা’ হিসেবে পরিচিত জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডনেন্স এয়ার ব্ল্যাস্ট (মোয়াব) বোমার প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

পোপ বলেন, ‘এই নাম শুনে আমি খুব লজ্জা পেয়েছি। একজন মা জীবন দান করেন আর এ বোমা মৃত্যু ডেকে আনে। অথচ এ বোমার নামে ‘মা’ শব্দটি ব্যবহার করা হয়েছে। কী হচ্ছে বলুন তো?’

২০০৩ সালে বোমাটি প্রথম পরীক্ষা চালিয়েছিল আমেরিকা। তবে গত ১৩ এপ্রিল প্রথমবারের মতো আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে মোয়াব ফেলা হয়েছিল। পাহাড়ি ওই এলাকায় ইসলামিক স্টেটের যোদ্ধাদের অবস্থানের ওপর ৯ হাজার ৮০০ কেজির এ বোমা ফেলা হয় বলে দাবি করেছিল আমেরিকা।  এতে অন্তত ১০০ জন নিহত হয়।