ব্যবহৃত পিপিই-মাস্ক সঠিকভাবে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), মাস্কসহ সব চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা এবং ব্যবহারের পর সঠিকভাবে নির্ধারিত জায়গায় ফেলার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এগুলো থেকে যেন কোনো রকম রোগের প্রার্দুভাব ছড়াতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
রোববার (১২ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ রোগীর চিকিৎসায় ব্যবহৃত পিপিই, মাস্কসহ যেসব চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয় সেগুলো জীবাণুমুক্ত রাখা এবং এ বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে।’
তিনি বলেন, ‘এটা প্রশাসনের সব কর্মকর্তাদের বলবো এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে যারা আছেন তাদেরও আমি বলবো। আপনারা এবং স্থানীয় সরকার এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। এ জাতীয় বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নিতে হবে। যেন এটা থেকে কোনো রকম রোগের প্রার্দুভাব না ছড়াতে পারে। সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেকে মাস্ক ব্যবহার করবেন। এটা (করোনা) ছড়ায় হাঁছি-কাশির মাধ্যমে। মাস্ক ব্যবহার করলে নিজেকে অনেকটা সুরক্ষিত রাখতে পারবেন। হাত না ধুয়ে চোখে মুখে হাত লাগাবেন না।’
গণভবন প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।