ব্রহ্মপুত্র নদ থেকে বালু তোলা বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আয়োজনে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি সিন্ডিকেট চক্র বালুদস্যু হিসেবে বালু উত্তোলন করে আসছেন। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারছে না। অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।