ব্রিটেনে ফেরা নিয়ে উদ্বিগ্ন বহু বাংলাদেশি

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশসহ চারটি দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার পর বাংলাদেশে বেড়াতে আসা অনেক ব্রিটেন প্রবাসী উদ্বেগের কথা জানিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর হবে এপ্রিলের ৯ তারিখ ভোর চারটা থেকে। অর্থাৎ এর আগে যারা ব্রিটেনে প্রবেশ করতে চান তাদেরকে যথাযথ নিয়ম মেনে দেশটিতে প্রবেশ করতে হবে।

সামিয়া আহমেদ তার স্বামী এবং দুই সন্তানসহ ঢাকায় এসেছিলেন মার্চের প্রথম দিকে। দুই মাস থেকে মে মাসের দিকে ফিরে যাওয়ার ইচ্ছা ছিল। সে অনুযায়ী ফিরতি টিকিট কাটা থেকে শুরু করে সব কিছু রয়েছে তার।

কিন্তু ব্রিটেন সরকার রেড লিস্টে যে বাংলাদেশের নাম তালিকাভুক্ত করেছে তাতে করে বিপাকে পরেছে তার পরিবার। সামিয়া আহমেদ বলছেন, ‘চিন্তাও করিনি এই পরিস্থিতির মুখে পড়তে হবে। এত টাকা খরচ করে দেশে এসেছি, দুই মাস যদি না থাকতে পারি তাহলে তো হয় না’।

এখন ফিরে যাওয়া নিয়ে ভীষণ উদ্বিগ্ন তিনি। তিনি বলছিলেন, ‘আজ সকাল থেকে এয়ারলাইন্সগুলোতে খোঁজ নিচ্ছি। ছুটির দিন হওয়াতে অনেক শাখা বন্ধ। ফোনে লোক পাচ্ছি না। ৯ তারিখের মধ্যেই যাতে পরিবারের জন্য টিকিট জোগাড় করতে পারি সেটাই এখন আমার একমাত্র চেষ্টা’।

নিষেধাজ্ঞার নির্দেশনাটি ৯ এপ্রিল থেকে কার্যকর হলেও হিসেব করা হবে তার আগের ১০ দিন থেকে। এই সময়ে যেসব বাংলাদেশি যাত্রা শুরু করবেন, কিংবা যেসব যাত্রী বাংলাদেশসহ কেনিয়া, পাকিস্তান, ফিলিপিন্সে ট্রানজিট করবেন তাদের ব্রিটেনের কোনো বন্দরে ঢুকতে দেয়া হবে না।