কোপা আমেরিকা

বড় ব্যবধানে জয় পেল নেইমাররা

আসরের টানা দ্বিতীয় জয় তুলে নিল ব্রাজিল। প্রথমার্ধ পর্যন্ত সমানে সমানে লড়েও শেষ রক্ষা হয়নি পেরুর। সেলেসাওদের কাছে ৪-০ গোলে হেরেছে তারা।

গত ম্যাচে ভেনেজুয়েলাকে তিন গোলে উড়িয়ে দেওয়া নেইমাররা প্রথমার্ধে পেরুকে বেশ কিছু আক্রমণে বেসামাল করে তোলে। বি গ্রুপের এই ম্যাচে প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে থেকেই মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নেরা।

গ্যাব্রিয়েলের বাড়ানো বলে ম্যাচের ১২ মিনিটে স্যান্ড্রোর গোলে এগিয়ে যেতে বেগ পেতে হয়নি ব্রাজিলকে। তবে, পেরুও ছেড়ে কথা বলেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে একটি বিতর্কিত পেনাল্টি প্রায় আদায় করে ছেড়েছিল ব্রাজিল। প্রতিপক্ষের ডি বক্সের সীমানায় নেইমার পড়ে গেলে রেফারি স্পটকিকের সিদ্ধান্ত দেন। পরে ভিএআরে সিদ্ধান্ত বদল হয়। তাতে ক্ষতি হয়নি ব্রাজিলের। কয়েক মিনিট পর প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে ম্যাচে গোল করেন সেই নেইমারা। ব্রাজিল এগিয়ে যায় ২-০ তে। এরপর রিবেরিও ৮৯ মিনিটে এবং সংযোজিত সময়ে রিকালিসোনের গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।