ভাটারা ইউপি মেম্বার হারমিন ওরফে কশাই হারমিন বিভিন্ন অপরাধে বেপরোয়া।

স্টাফ রিপোর্টার: ভাটারা ইউপি ৭ নং ওয়ার্ড মেম্বার হাবীবুর রহমান হারমিন ওরফে কশাই হারমিন একজন জনপ্রতিনিধি হয়েও এখন বিভিন্ন অপরাধে অনেক বেপরোয়া হয়ে উঠেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও নুরের চালা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। শাহজাদপুরের বাশতলা থেকে নুরেরচালা বোর্ডঘাট যেতে রাস্তাঘাটের বেহাল দশা, উন্নয়নের কোন নামগন্ধ নেই, সামান্য বৃষ্টি হলেই পানি বন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ। ড্রেনেজ ব্যবস্থাও অত্যন্ত নাজুক, এলাকার জনগনের জন্য কোন উন্নয়নমূলক কাজ না করলেও মাদক ব্যবসায়ীদের ব্যবসার কাজে ব্যাপক উন্নয়ন করেছেও বলে অভিযোগ রয়েছে। তারে ছোটভাই রাজমিনকে দিয়ে জুয়ার বোড চালাচ্ছেন, রাস্তাঘাটের উন্নয়নের নামে রাস্তার পাশে থাকা প্রতিটি দোকান থেকে ১০০ থেকে দুইশত টাকা করে চাঁদা তুলে পকেট ভারী করেছেন। তার ভয়ে মুখ খুলছেননা এলাকার সাধারণ জনগন । কিশোরগঞ্জ মাননীয় রাষ্টপতী আ: হামীদের বাড়ি থাকায় তার নাম ভাংগিয়ে ভাটারা নুরের চালা এলাকায় চাঁদাবাজি ছিনতাই, মাদক ব্যবসার প্রসার ঘটাচ্ছে বলে অভিযোগ রয়েছে। হারমিন মেম্বার এলাকায় বিভিন্ন বিচার শালিশীর নামে অল্প বয়সী বিভিন্ন ব্যক্তির স্ত্রীদের কিশোরগঞ্জের ক্ষমতার দাপট দেখিয়ে পরকীয়া প্রেমে লিপ্ত করছে। ঐ সকল স্ত্রীদের সাথে তাদের স্বামীর অনুপস্থিতিতে হারমিন ওরফে কশাই হারমিন তাদের সাথে রাত্রী যাপন করার অভিযোগও রয়েছে। এলাকায় বিভিন্ন লোকের মুখে শোনা যাচ্ছে যে, হারমিনের স্ত্রী অনেক সুদর্শন হওয়া স্বত্বেও তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেননা। তাকে তার প্রাপ্য অধীকার থেকে বি ত করেন। তার স্ত্রী সন্ধা হলে হারমিনকে খুজতে রাস্তায় বের হয়ে পড়ে। যখন তার স্ত্রী রাস্তায় খুজতে থাকে তখন হারমিন মদ ও নারীর নেশায় থাকে আশক্ত। গত এক বছর আগে সাইদনগর বিবøক সোসাইটির শেষ মাথায় এক সাংবাদিকের বাসায় ডাকাতি হয়, সাংবাদিকের বাসায় সেই ডাকাতি স্বর্নালংকার কেনা বেচায় হারমিন জড়িত আছে বলে এলাকার জনগণের মুখে শোনা যাচ্ছে । সেই ডাকাতি মামলায় হারমিনের ভাই রাজমিন জড়িত থাকায় প্রায় তিন মাস জেল খেটে এসে এখন জুয়ার বোড বসিয়ে জুয়ার ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে ভাটারা থানা পুলিশের এসআই বাবুলের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে আবারও রাজমিনসহ মোট ৫ জন জুয়ারী ব্যবসায়ীকে আটক করে।
গোপন এক সূত্রে জানা যায়, হারমিন মেম্বারের সাইদনগরে একটি অটো গ্রেজ রয়েছে। গ্রেজে বৈধ বিদ্যুৎ লাইন থাকা স্বত্বেও রাত এগারটা থেকে সকাল পর্যন্ত গ্রেজের সামনে বিদ্যুতের খুটি থেকে অবৈধভাবে লাইন নামিয়ে তার গ্রেজে থাকা প াশটি গাড়িতে চার্জ দেয়। কয়েক মাস আগে সোনালি নামে একটি অসহায় গরীব মেয়ে তার পেটে বাচ্চা নিয়ে খুব বিপদে পড়ে যায়, সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। তখন নজরে পড়ে কশাই হারমিনের, হারমিন মেয়েটির সরলতার সুযোগ নিয়ে সোনালীর সৎ মায়ের সাথে আতাত করে সিজারের মাধ্যমে ডেলিভারী করে নবজাতক বাচ্চাটি প্রায় এক লক্ষ টাকায় বিক্রি করে পুরো টাকাটাই হারমিন তার পকেটে নেয়। পরে সোনালী বিষয়টি নিয়ে বারাবারি করলে হারমিন কখনো দুই হাজার আবার কখনো তিন হাজার টাকা দিয়ে শান্তনা দিয়ে বলে, কখনো বিষয়টি যেন বাহিরের কারো কানে না যায়। এই যদি হয় একজন নির্বাচিত জনপ্রতিনিধির অবস্থা তাহলে সাধারণ জনগন কাকে জনপ্রতিনিধি বানাবে? এমন প্রশ্ন এলাকাবাসীর। হারমিন পনের বছর আগে মহামান্য রাষ্টপতির সাথে একটি ছবি তুলে। বর্তমানে সেই ছবি তার ব্যাক্তিগত কার্যালয়ে টাঙ্গিয়ে রাখায় মানুষ দেখে ভয় পেয়ে তার বিরুদ্ধে কোন কিছু বলার সাহস পাচ্ছেনা। এ ব্যাপারে হারমিনের সাথে যোগাযোগ করতে তার মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে অত্র এলাকার জনগণ প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করছেন।