ভাটারা ইউপি মেম্বার হারমিন ওরফে কশাই হারমিন বিভিন্ন অপরাধে এখন বেপরোয়া

স্টাফ রিপোর্টার: ভাটারা ইউপি ৭ নং ওয়ার্ড মেম্বার হাবীবুর রহমান হারমিন ওরফে কশাই হারমিন একজন জনপ্রতিনিধি হয়েও এখন বিভিন্ন অপরাধে অনেক বেপরোয়া হয়ে উঠেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও নুরের চালা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। শাহজাদপুরের বাশতলা থেকে নুরেরচালা বোর্ডঘাট যেতে রাস্তাঘাটের বেহাল দশা, উন্নয়নের কোন নামগন্ধ নেই, সামান্য বৃষ্টি হলেই পানি বন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ। ড্রেনেজ ব্যবস্থাও অত্যন্ত নাজুক, এলাকার জনগনের জন্য কোন উন্নয়নমূলক কোন কাজ না করলেও মাদক ব্যবসায়ীদের ব্যবসার কাজে ব্যাপক উন্নয়ন করেছেন। তারে ছোটভাই রাজমিনকে দিয়ে জুয়ার বোড চালাচ্ছেন, রাস্তাঘাটের উন্নয়নের নামে ব্যাটার চালিত প্রতিটি ইজিবাইক থেকে ১০০ টাকা করে এবং রাস্তার পাশে থাকা প্রতিটি দোকান থেকে ১০০থেকে দুইশত টাকা করে চাঁদা তুলে পকেট ভারী করেছেন। তার ভয়ে মুখ খুলছেননা সাধারণ জনগন । কিশোরগঞ্জ মাননীয় রাষ্টপতী আ: হামীদের বাড়ি থাকায় তার প্রভাব দেখিয়ে ভাটারা নুরের চালা এলাকায় চাঁদাবাজি ছিনতাই, মাদক ব্যবসায় প্রসার ঘটাচ্ছে বলে অছিভযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, কিছু দিন আগে রাত বারটার সময় মদ পান করে মাতাল অবস্থায় রাস্তা থেকে হেটে যাওয়ার এক পথচারীর গায়ে পড়লে ঐ ব্যাক্তি মেম্বার ওরফে কশাই মেম্বারকে মাতাল বুঝতে পেরে তিনি এড়িয়ে যেতে চাইলে হারমিন মেম্বার তাকে ধরে অপমান অপদাস্ত করে। এই যদি হয় একজন নির্বাচিত জনপ্রতিনিধির অবস্থা তাহলে জনগন কাকে বনাবে জনপ্রতিনিধি? এমন প্রশ্ন এলাকার সাধারণ জনগণের। হারমিন মেম্বার এলাকায় বিভিন্ন বিচার শালিশীর নামে অল্প বয়সী বিভিন্ন ব্যক্তির স্ত্রীদের কিশোরগঞ্জের ক্ষমতার দাপট দেখিয়ে  পরকীয়া প্রেমে লিপ্ত করছে। ঐ সকল স্ত্রীদের সাথে তাদের স্বামীর অনুপস্থিতিতে হারমিন ওরফে কশাই হারমিন রাত্রী যাপন করারে অভিযোগ রয়েছে। এলাকায় বিভিন্ন লোকের মুখে শোনা যাচ্ছে যে, হারমিনের স্ত্রী অনেক সুদর্শন হওয়া স্বত্বেও তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেননা। তাকে তার প্রাপ্য অধীকার থেকে বঞ্চিত করেন। তার স্ত্রী সন্ধা হলে হারমিনকে খুজতে রাস্তায় বের হয়ে পড়ে। যখন তার স্ত্রী রাস্তায় খুজতে থাকে তখন হারমিন মদ ও নারীর নেশায় থাকে আশক্ত। গত ছয় মাস আগে সাইদনগর বিব্লক সোসাইটি শেষ মাথায় এক সাংবাদিকের বাসায় ডাকাতি হয়, সেই ডাকাতি মামলায় হারমিনের ভাই রাজমিন জড়িত থাকায় প্রায় তিন মাস জেল খেটে এসে এখন জুয়ার বোড বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে দিব্যি। সাংবাদিকের বাসায় ডাকাতি স্বর্নালংকার কেনা বেচায় হারমিন জড়িত আছে বলে অভিযোগ রয়েছে।