ভারতের উত্তরাখন্ড রাজ্যে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখন্ড রাজ্যে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।

সোমবার রাতের এ ভূমিকম্প ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে অনুভূত হয়েছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানী হয়নি।

ভূমিকম্পের কারণে উত্তরাখন্ডের শহরগুলোর বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা রুদ্রপ্রায়াগ জেলায় জরুরির উদ্ধার ও ত্রাণ সহায়তার দেওয়ার জন্য বেরিয়ে পড়েন। তবে বড় ধরনের কোনো দুর্যোগ হয়নি।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, পাহাড়ি এই রাজ্যের রুদ্রপ্রায়াগ জেলায় ভূমিকম্পের কেন্দ্র। তবে ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র পিপালকোটির কাছে।

দিল্লি, চণ্ডিগড়, আগ্রা, দেরাদুন এবং উত্তরাঞ্চলের আরো কিছু স্থানে ভূকম্পন অনুভূত হয়। কোনো কোনো স্থানে ভূমিকম্প ৩০ সেকেন্ড স্থায়ী হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রকে পরিস্থিতির ওপর নীবিড় পর্যবেক্ষণ করতে বলেছেন।