ভারতের পশ্চিমবঙ্গে একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। বুধবার গভীর রাতে নদীয়ায় ১১ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই ভবনে এক্সসেল গ্রিনটেক প্রাইভেট লিমিটেড নামে এলইডি সামগ্রী প্যাকেটজাত করার একটি প্রতিষ্ঠানের অফিস ছিল। স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ভবনটিতে আগুন লাগে। ওই সময় প্রতিষ্ঠানটির ১৫ কর্মকর্তা-কর্মচারী ভবনটির ভেতরে ছিল। প্রায় চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছে। আগুন থেকে বাঁচতে ভবনের তৃতীয় তলা থেকে এক ব্যক্তি ঝাপ দিলে গুরুতর আহত হয় সে।

অগ্নিনির্বাপন বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, কোনো দুর্ঘটনা ঘটলে ভবনটির ফটক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। এ কারণে অগ্নিকাণ্ডের সময় প্রায় সবাই ভেতরে আটকা পড়েছিল। ভবনটির ভেতরে আরো মৃতদেহ আছে কি না তা তা খুঁজে দেখা হচ্ছে।