ভারতে আবারও বাড়ল করোনায় মৃত্যু-শনাক্ত

মাহামারি করোনায় ভারতে আবারও বাড়ল মৃত্যু ও শনাক্ত। দেশটিতে ফের দৈনিক আক্রান্ত ৪৬ হাজার ছাড়াল। শনিবার (২৮ আগস্ট) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন। যা শুক্রবারের (২৭ আগস্ট) থেকে দুই হাজার বেশি।

দেশটিতে শুক্রবার (২৭ আগস্ট) আক্রান্তের সংখ্যা ছিল ৪৪ হাজার ৬৫৮ জন। ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৪৭ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৫০৯ জন। শুক্রবার করোনার দৈনিক মৃতের সংখ্যা ছিল ৪৯৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৭ হাজার ৩৭০ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ৩১ হাজার ৩৭৪ জন। আর শুক্রবার সুস্থতার সংখ্যা ছিল ৩২ হাজার ৯৯৮। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮০২ জন।

বর্তমানে দেশটিতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৭৭৫ জন।