ভারতে গ্রেপ্তার সাবেক রুশ মন্ত্রী

রাশিয়ার সাবেক কৃষি ও খাদ্য মন্ত্রী ভিক্টর সেমেনভকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। যথাযথ নথিপত্র ছাড়া স্যাটেলাইট ফোন বহন করার দায়ে দেরাদুন বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, যথাযথ নথিপত্র ছাড়া স্যাটেলাইট ফোন বহন করার দায়ে গত রোববার বিকেলে দেরাদুন বিমানবন্দরে রাশিয়ার সাবেক একজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন। কারণ পূর্বানুমতি ছাড়া ভারতের বিমানবন্দরে এবং ফ্লাইটে স্যাটেলাইট ফোন বহনের অনুমতি নেই।

৬৪ বছর বয়সি সেমেনভ ১৯৯৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত রাশিয়ার কৃষি ও খাদ্য মন্ত্রী ছিলেন।

ভারতে বিমানবন্দর পাহারার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কর্মীরা রোববার বিকেল সোয়া চারটার দিকে নিরাপত্তা তল্লাশি করার সময় তাকে আটক করে।