ভারত ছাড়ার নির্দেশ পাকিস্তানের কূটনৈতিক কর্মকর্তাকে

আন্তর্জাতিক ডেস্ক :
গুপ্তচর হিসেবে কাজ করার অভিযোগে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে পুলিশ।

হাইকমিশনের এ কর্মকর্তাকে বুধবার রাতে জিজ্ঞাবাদ করে দিল্লি পুলিশ। এরপর তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

নয়াদিল্লিতে এক পুলিশ কর্মকর্তা জানান, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই ভারতীয়কেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, প্রায় দেড় বছর ধরে তারা গুপ্তচর বৃত্তি করে যাচ্ছিল। কিন্তু গত ছয় মাস তাদের ওপর নজর রাখা হয়। শেষ পর্যন্ত তাদের আটক করা হয়েছে।

পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা মেহমুদ আখতারকে আটক করার কিছু সময় পর ছেড়ে দেওয়া হয়। কারণ কূটনৈতিক কর্মকর্তা হিসেবে দায়মুক্তি পান।

দিল্লি চিড়িয়াখানার পাশ থেকে আখতারকে আটক করা হয়। এক ভারতীয়র কাছ থেকে গুরুত্বপূর্ণ দলিলাদি কিনছিলেন তিনি। এ সময় হাতেনাতে ধরে ফেলা হয় তাকে। তিন বছর ধরে পাকিস্তান হাইকমিশনে কাজ করছেন আখতার।