ভারত-বাংলাদেশ বন্ধুর মত দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করে আসছে: দয়াল কুমার বড়ুয়া

নিজস্ব প্রতিবেদকঃ ভারত-বাংলাদেশ বিজনেস কনফারেন্সের মাধ্যমে ক্রমবর্ধমান শিক্ষা খাত অন্বেষণের জন্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ঢাকা অনুষ্ঠিত হয়ে গেল এক সেমিনার।

রবিবার দুপুরে ঢাকার এক অভিজাত হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সেমিনারে অংশ নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আদিপ গ্রুপের চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া বলেন; ভারত-বাংলাদেশ বিজনেস কনফারেন্সের মাধ্যমে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের আরও গতি বাড়বে। ভারত-বাংলাদেশ বন্ধুর মত দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করে আসছে। আমি আশা করি ক্রমবর্ধমান অর্থনীতির যুগে পরস্পর এক সাথে কাজ করে যাবো।

আয়োজকরা জানিয়েছেন, মহামারির স্থবিরতা কাটিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতেই এ আয়োজন করা হয়। বিশ্বব্যাপী মানসম্পন্ন উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিতে আমরা কাজ যাচ্ছি।

এসময় ভারত-বাংলাদেশ বিশিষ্ট ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন।