ভারী শিল্পে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশের আইটি, আইসিটি, ফার্মাসিউটিক্যাল এবং প্যাট্রোকেমিক্যাল খাতের মতো ভারী শিল্পে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য।

মঙ্গলবার দুপুরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মহাপরিচালক ডেভিড কেনেডি সাংবাদিকদের এই আগ্রহের কথা জানান।

ডেভিড কেনেডি বলেন, বাংলাদেশ সরকার ১০০টি ইকোনমিক জোন করছে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এসব ইকনোমিক জোনে যুক্তরাজ্য বিনিয়োগ করবে।

এ ছাড়া সদ্য ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে জয়ের মাধ্যমে বাংলাদেশ সমতা ফেরানোয় অভিনন্দন জানান তিনি।

এর আগে ডেভিড কেনেডির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকও উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।