ভিয়েতনামের একটি কারোকি লাউঞ্জে অগ্নিকান্ডে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের একটি কারোকি লাউঞ্জে অগ্নিকান্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাজধানী হ্যানয়ের কাউ জিয়ায় জেলায় এ ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিকেলে আট তলা কারোকি ভবনটিতে আগুন ধরে যায়। পাঁচ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।

এক নিরাপত্তারক্ষী সাংবাদিকদের জানিয়েছেন, একটি সাইনবোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়। কারোকি বারের কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। পরে আগুন পাশের তিনটি ভবনে ছড়িয়ে পড়ে। এছাড়া আগুনে রাস্তায় থাকা একটি গাড়ি ও মোটরসাইকেল পুড়ে গেছে বলে ভিএনই এক্সপ্রেস নামে একটি অনলাইন সংবাদমাধ্যম জানিয়েছে।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী এনগুয়েন জুয়ান ফাস অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। কেউ আইন ভঙ্গ করে থাকলে তাকে শাস্তির আওতায় আনারও নির্দেশ দিয়েছেন তিনি।