ভিয়েতনামে ঘূর্ণিঝড় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ৪৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় ড্যামরের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ৪৯ জন মারা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিয়েতনাম সফরের মাত্র কয়েক দিন আগে বন্যায় ব্যাপক বিপর্যয় দেখা দিল দেশটিতে।

ভিয়েতনামের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইউরোপীয় ইউনিয়নের মানবিক ত্রাণ সংস্থা জানিয়েছে, সোমবার পর্যন্ত দেশটিতে ৪৯ জন মারা গেছে এবং নিখোঁজ রয়েছে ২২ জন।

খান হোয়া, নিল থুয়ান ও ফু ইয়েন প্রদেশে প্রায় ৮০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩৫ হাজার লোক নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা খানহ ফান বলেছেন, সংগৃহীত সবশেষ তথ্য মঙ্গলবার তার সংস্থার ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে এবং তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।

ভিয়েতনামের উপকূলীয় শহর দানাংয়ে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ছাড়া রাজধানী হ্যানয়ে দেশটির প্রেসিডেন্ট ত্রাণ দাই কুয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন।

তথ্যসূত্র : সিএনএন অনলাইন