ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবির ঘটনা ঘটেটে

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের পশ্চিমাঞ্চলে আলবোরান এলাকায় অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবির ঘটনা ঘটেটে। এতে প্রায় ৫০জন মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

স্পেনের কোস্টগার্ডরা জানিয়েছেন, মঙ্গলবার সাগরে একটি প্রায় ডুবন্ত রবারের নৌকা থেকে ক্লান্ত ও বিধ্বস্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মরক্কো থেকে ৫২ জন অভিবাসীকে নিয়ে নৌকাটি স্পেন যাচ্ছিল। প্রায় ডুবন্ত নৌকাটিকে স্পেনের আলবোরান দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের এলাকায় প্রথম চিহ্নিত করা হয়।

নৌকাটির বাকী ৪৯ আরোহীর ‍ডুবে গেছে কিনা জানতে চাইলে কোস্টগার্ডের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা তেমনই ধারণা করছি।’

এক বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া তিন ব্যক্তির বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে । তারা সাব-সাহারা অঞ্চলের বাসিন্দা। তারা জানিয়েছে, ৫০ জনেরও বেশি লোককে নিয়ে নৌকাটি মরক্কোর উত্তর উপকূল থেকে ছেড়ে আসছিল।