ভূমিকম্পে ইউএনওর বাসা ও আশ্রয়কেন্দ্রে ফাটল

নেত্রকোনা প্রতিনিধি : ভূমিকম্পে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)বাসভবন ও খালিয়াজুরী কলেজ চত্বরে বন্যা আশ্রয়কেন্দ্রে ফাটল দেখা দিয়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে দেশের বিভিন্ন স্থানের মতো জেলা সদরসহ বিভিন্ন এলাকায় প্রায় ১০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়। এ সময় জেলার খালিয়াজুরী ইউএনওর বাসা ও খালিয়াজুরী কলেজ চত্বরে বন্যা আশ্রয়কেন্দ্রে ফাটল দেখা দেয়। এ ছাড়া ভূমিকম্পে মানুষ ভয়ে বাসা থেকে বের হয়ে ময়দানে চলে আসে। তবে ভূমিকম্পে জেলার কোথাও বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ মণি ভুষণ সরকার বলেন, কলেজ চত্বরে ত্রাণমন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত বন্যা আশ্রয়কেন্দ্রের বাউন্ডারিতে প্রায় এক ফুট জায়গায় ফাটল দেখা দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নেত্রকোনার জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান জানান, ইউএনওর বাসার এক অংশে কিছুটা ফাটল দেখা দিয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রকৌশলীকে দেখার জন্য বলা হয়েছে।